রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দেড় কোটি টাকার সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১১:৫৪ পিএম

সিলেটের গাজী বোরহান উদ্দিন মার্কেট থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্থানীয়ভাবে উৎপাদিত নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট। বর্তমানে দেশের বাজারে সর্বনিম্ন সিগারেটের প্রতি শলাকা মূল্য ৪ টাকা। সরকার নির্ধারিত মূল্য ৪ টাকা হলেও কিছু অসাধু উৎপাদনকারী ব্যান্ডরোল নকল করে কমদামে সিগারেট বিক্রি করছে। এতে করে দেশের বাজারে সিগারেট পাওয়া যাচ্ছে মাত্র ১-২ টাকা মূল্যে। যা সরকারের ধূমপায়ী কমানোর পদক্ষেপ ব্যাপকভাবে বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব থেকেও সরকারকে বঞ্চিত করছে। এর আগেও বেশ কয়েক বার অভিযান পরিচালনা করে সিলেট বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে গাজী বোরহান উদ্দিন মার্কেট এর মেসার্স মক্কা স্টোর এর গুদাম থেকে সেনর গোল্ড, সেনর গোল্ড ফাস্ট ও সেনর গোল্ড ইউনিক ব্র্যান্ডের ২৩২ মাস্টার কার্টুনে ২৩ লাখ ২০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট আটক করা হয়। আটককৃত সিগারেটের বাজার মূল্য ৮১ লাখ ২০ হাজার টাকা। সম্পূরক শুল্কসহ মূসক এর পরিমান ৫৬ লাখ ৮৪ হাজার টাকা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন