শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নান্দাইলে গণসংযোগ করছেন সাবেক সংসদ সদস্য মে. জে. আব্দুস সালাম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৮, ২:৪৯ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদকে সামনে রেখে ১৫৪- ময়মনসিংহ-৯ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ২ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএসসি পিএসসি (অব.) গতকাল শুক্রবার (২৬ অক্টোবর) বাদ জুম্মা নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের বিভিন্ন এলাকা সঙ্গীয় নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি জনগনের মাঝে তুলে ধরেন। তিনি পায়ে হেঁটে ওই ইউনিয়নের সিংরইল, ভোয়ারঘাটসহ বিভিন্ন এলাকা নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারনা চালান। প্রচারনাকালে তিনি স্থানীয় জনগনকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা উল্লেখ করে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূনরায় নৌকা প্রতীকে রায় প্রদান করে দেশের উন্নয়নে বর্তমান গনতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনার আহবান জানান। গণসংযোগ শেষে স্থানীয় খাজার বাজারে দলীয় সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন ভূইয়া, সাইদুর রহমান, মুশফিকুর রহমান, সাবেক মেয়র আব্দুস ছাত্তার ভূইয়া উজ্জল, নাজিমুল্লাহ লিটন, আবু নাঈম ভূইয়া ফারুক, আবু হোসাইন মোহাম্মদ ইয়াহিয়া সুমন ও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন