শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী এস এম মিজানুর রহমানের গণসংযোগ

কোটালীপাড়া পৌরসভা নির্বাচন

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ৮:২৯ পিএম

আগামী ২০ মার্চ গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালিয়েছেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র এস এম মিজানুর রহমান মিঠু,।সোমবার (৩০ জানুয়ারী)বিকেলে তিনি উপজেলা পরিষদ চত্তরে অবস্হিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক ভাবে গণসংযোগ শুরু করেন এবং পৌর সভাটির কয়েকটি ওয়ার্ডে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নাদের আলী মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্হানীয় কর্মিসমর্থকরা উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মেয়র প্রার্থী এস এম মিজানুর রহমান মিঠু বলেন আমার বাবা আব্দুল কাদের মিয়া সাবেক ঘাঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন,এর পর আমার চাচা নাদের আলী মিয়া ও ঘাঘর ইউনিয়ন পরিষদের বার বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনসাধারণের সেবা করে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পদে দায়ীত্ব পালন করে আসছেন এবং তিনি ঘাঘর ইউনিয়নের শেষ চেয়ারম্যান থাকাকালীন জনসাধারণের উন্নয়নের কথা চিন্তা করে ইউনিয়নটি বিলুপ্ত করে পৌরসভায় অন্তর্ভুক্ত করেন । আমি একবার পৌর সভার মেয়র পদে নির্বাচন করে সামান্য ভোটের ব্যাবধানে পরাজিত হই।এছাড়াও আমি বিপুল ভোটে দুইবার কাউস্নিলর নির্বাচিত হয়ে প্যানেল মেয়র হিসেবে দায়ীত্ব পালনের পাশাপাশি পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়ীত্ব পালন করে আসছি।আমার পরিবার ঐতিহ্যবাহী একটি আওয়ামীলীগ পরিবার আমাদের পরিবারের সবাই দীর্ঘ দিন ধরে যে কোন ধরনের আন্দোলন সংগ্রামে আওয়ামীলীগের সাথে মাঠে রয়েছে, এবারের নির্বাচনে আমি আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়েছি,আমি মনে প্রানে বিশ্বাস করি আমার একমাত্র অভিভাবক আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটিবার আমাকে নৌকা প্রতিকে মনোনয়ন দিয়ে পৌরবাসীর সেবা করার সুযোগ করে দিবেন। প্রতিদন্দীতা মুলক নির্বাচন হলে আপনি ভোটের মাঠে থেকে নির্বাচনে অংশ গ্রহন করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাবে তিনি বলেন আমি নৌকা প্রতিকে মেয়র হতে চাই এবং একটিবার যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতিকে মনোনয়ন দেন তাহলে আমি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে স্মার্ট পৌরসভা গড়ে তুলবো।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন