শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিএনপির গণসংযোগে আ.লীগের হামলা গুলি বিনিময় গাড়ি ভাঙচুর আহত ২০

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী গণসংযোগে আওয়ামী লীগের কর্মী বাহিনী অতর্কিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। ভাঙচুর করে ৪/৫টি গাড়ি। তাদের হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে। এসময় হামলাকারীরা নির্বাচনী বহরে থাকা চ্যানেল আইয়ের সাভার প্রতিনিধি জাকির হোসেনের প্রাইভেটকার ভাঙচুর করে এবং তাকে মারধর করে। গত বুধবার সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিরুলিয়া ইউনিয়নের বিএনপি সমর্থীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান আলাল বুধবার রাতে তার বাসভবনে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমরা ৪-৫টি গাড়িতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্যামপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে গাড়ি থেকে নেমে কুশল বিনিময় করার সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা অতর্কিতে হামলা চালায়। এসময় তারা লাঠিসোঠা ও ইটপাটকেল নিক্ষেপ করে ৪-৫টি গাড়ি ভাঙচুর করে। আতঙ্ক সৃষ্টির জন্য এলোপাতাড়িভাবে শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। কয়েকটি গুলি আমাকে বহনকৃত গাড়িতে লেগে গ্লাস ফুট হয়ে যায়। তাদের হামলায় আমাদের ১৫-২০ জন কর্মী সমর্থক আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনে দাবী জানিয়ে আমি নির্বাচন কমিশনে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছি। তবে এ ঘটনার পর নির্বাচন নিয়ে আমার সংশয় রয়েছে যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। এ প্রসঙ্গে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজন বুধবার মধ্যরাতে তার বাসভবনে সাংবাদিকদের কাছে হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিরুলিয়া এলাকায় আমি একটি পথসভা করি। সেখানে জনগনের উপস্থিতি দেখে আলালের মাথা নষ্ট হয়ে গেছে। নৌকার জোয়ার দেখে সে দিশেহারা হয়ে পরেছে, তাই সে নিজের লোকজন দিয়ে নিজের গাড়ি ভাংচুর করে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন