শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গোবিন্দগঞ্জে আ.লীগের গণসংযোগ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের পরপর তিন বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বিশাল শোডাউনসহ গণসংযোগ করেছেন।
গতকাল মঙ্গলবার সকালে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সহস্রাধিক মোটরসাইকেলের বিশাল একটি শোভাযাত্রা সহকারে তিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও গণসংযোগ করেন। সকালে উপজেলার মহিমাগঞ্জ থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে দিনব্যাপী কোচাশহর রাখালবুরুজ ফুলবাড়ী হরিররামপুর নাকাই দরবস্ত ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং বিভিন্ন শারদীয় দূর্গা মন্দির পরিদর্শন করে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন