জাতীয় স্যানিটেশন প্রকল্প ৩য় পর্যায়ের ওয়াস বিষয়ক সমন্বিত কর্মশালা বৃহস্পতিবার সকালে বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদিদ। কর্মশালায় এসডিজি’র লক্ষ্য ৬ অর্জনে সরকারকে সহায়তা করার লক্ষ্যে ওয়াটসান কমিটি, স্থানীয় সরকার, বিদ্যালয় শিক্ষক ও কর্মকর্তা এবং ওয়াস সংশ্লিস্ট সহযোগী সংস্থা সমুহের নেতৃবৃন্দ এ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় উন্নত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা সহ উন্নত স্বাস্থ্যাভ্যাস র্চ্চার বিষয়ে আলোচনায় করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দীন আহম্মেদ কিসলু, সোসাল ডেভলমেন্ট অফিসার মোঃ বাবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা আলম, সহকারী প্রকৌশলী(জন স্বাস্থ্য) নুরজ্জামান মোল্লা, উপজেলা প্রকৌশলী(জন স্বাস্থ্য) মোঃ নিজাম উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি এস মিজানুল ইসলাম, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান খিজির সরদার, শিক্ষক মাহবুব মাস্টার প্রমূখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন