রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সংক্ষিপ্ত স্কোর

রংপুর-রাজশাহী, ১ম স্তর (রংপুর) | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম


রংপুর ১ম ইনিংস : ১৩৩.৩ ওভারে ৩৩৬ (আগের দিন ২৩০/৫) (নাঈম ৮৯, ধীমান ৫৭, সাজেদুল ২৩*; দেলোয়ার ১/৩৭, শফিকুল ২/৮২, সানজামুল ৭/৬৯)।
রাজশাহী ১ম ইনিংস : ৪১ ওভারে ৬৪/২ (মায়শুকুর ৩, সাব্বির হোসেন ১, জুনায়েদ ৩৫*, ফরহাদ ১৯*; শুভাশিস ০/১৭, রবিউল ২/১৮, সাজেদুল ০/১২, সঞ্জিত ০/১২, সোহরাওয়ার্দী ০/১)।
ঢাকা-ঢাকা মেট্রো, ২য় স্তর (বগুড়া)
ঢাকা মেট্রো : ৫৯/৮ ডিক্লে. ও ২৩.৪ ওভারে ৫৯/২ (সাদমান ২৬, নাইম ১১*, শামসুর ১৬*; শাকিল ১/১৯, তাইবুর ১/০)।
ঢাকা ১ম ইনিংস : ১১৩.২ ওভারে ৩৮৬ (আগের দিন ১৬৭/৩) (রনি ৮৬, সাইফ ৪৯, শুভাগত ১০৬, তাইবুর ৫৬; অনিক ২/৬৭, শাহিদুল ২/৪৭, সানি ২/১৪৬, সৈকত ৪/২১)।
* এছাড়া বিরুপ আবহাওয়ার কারণে কক্সবাজারে চট্টগ্রাম-সিলেটের মধ্যকার দ্বিতীয় স্তরের ম্যাচ এবং বরিশালে স্বাগতিকদের বিপক্ষে খুলনার ম্যাচ দুটি মাঠে গড়ায়নি।

 

 

 

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন