মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল, সিলেট
মধ্যাঞ্চল ১ম ইনিংস : ৪৮.৫ ওভারে ১৭০ (নাঈম ০, মজিদ ৫, মার্শাল ১, রকিবুল ৭০, তাইবুর ০, শুভাগত ২১, জাকের ১৯, শাহিদুল ৫, সানি ২৫*, মুকিদুল ১১, মুস্তাফিজ ৬; শাকিল ২/৩৫, তাসকিন ৫/৫৪, সুমন ১/৩৫, আরিফুল ১/২৬, এনামুল ১/১৮)।
উত্তরাঞ্চল ১ম ইনিংস : ৩৬ ওভারে ৮৯/৩ (রনি ১৯, জুনায়েদ ৪৭, মাহিদুল ০, নাঈম ১৮*, মুশফিক ১*; মুস্তাফিজ ১/৪৬, শহিদুল ০/২৭, মুকিদুল ০/৫, সানি ১/৮, শুভাগত ১/১)।
দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল, কক্সবাজার
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ৮৭ ওভারে ৪৪৩/৬ (নাফীস ১, বিজয় ১২৯, ফজলে ১২, শামসুর ০, আল-আমিন ১৮, সোহান ১৫৫*, মেহেদী ১১২, রেজা ৯*; হাসান ১/৭৩, রেজাউর ৩/৭৯, নোমান ০/৫৫, সাকলাইন ১/১১৯, আফিফ ০/১৪, আশরাফুল ০/৫৮, নাসির ০/৪২)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন