বাংলাদেশ-উইন্ডিজ, ২য় টেস্ট ২য় দিন
টস : বাংলাদেশ, শেরে বাংলা স্টেডিয়াম (মিরপুর)
বাংলাদেশ ১ম ইনিংস (আগের দিন ৯০ ওভারে ২৫৯/৫; সাদমান ৭৬, সৌম্য ১৯, মুমিনুল ২৯, মিঠুন ২৯, সাকিব ৫৫*, মুশফিক ১৪, মাহমুদউল্লাহ ৩১*; রোচ ১/৩৮, লুইস ১/৩৫, চেস ১/৬১)
রান বল ৪ ৬
সাকিব ক হোপ ব রোচ ৮০ ১৩৯ ৬ ০
মাহমুদউল্লাহ বোল্ড ওয়ারিকান ১৩৬ ২৪২ ১০ ০
লিটন বোল্ড ব্রাফেট ৫৪ ৬২ ৮ ১
মিরাজ ক ডরিচ ব ওয়ারিকান ১৮ ২৬ ২ ০
তাইজুল ক ডরিচ ব ব্রাফেট ২৬ ৫৮ ৩ ০
নাঈম অপরাজিত ১২ ২৯ ০ ০
অতিরিক্ত (বা ২, লেবা ৮, নো ৪, ও ১) ১৫
মোট (অলআউট, ১৫৪ ওভার) ৫০৮
উইকেট পতন : ১-৪২ ( সৌম্য), ২-৮৭ (মুমিনুল), ৩-১৫১ (মিঠুন), ৪-১৬১ (সাদমান), ৫-১৯০ (মুশফিক), ৬-৩০১ (সাকিব), ৭-৩৯৩ (লিটন), ৮-৪১৬ (মিরাজ), ৯-৪৭২ (তাইজুল), ১০-৫০৮ (মাহমুদউল্লাহ)।
বোলিং : রোচ ২৫-৪-৬১-২, লুইস ২০-২-৬৯-১, চেস ২৮-০-১১১-১, ওয়ারিকান ৩৮-৫-৯১-২, বিশু ২৮-১-১০৯-২, ব্রাফেট ১৫-০-৫৭-২।
উইন্ডিজ ১ম ইনিংস রান বল ৪ ৬
ব্রাফেট বোল্ড সাকিব ০ ৬ ০ ০
পাওয়েল বোল্ড মিরাজ ৪ ১৫ ০ ০
হোপ বোল্ড মিরাজ ১০ ৩০ ১ ০
আমব্রিস বোল্ড সাকিব ৭ ১২ ১ ০
চেস বোল্ড মিরাজ ০ ১ ০ ০
হেটমায়ার ব্যাটিং ৩২ ৪৩ ৩ ০
ডরিচ ব্যাটিং ১৭ ৩৭ ১ ০
অতিরিক্ত (বা ৪, লেবা ১) ৫
মোট (৫ উইকেট, ২৪ ওভার) ৭৫
উইকেট পতন : ১-০ (ব্রাফেট), ২-৬ (পাওয়েল), ৩-১৭ (আমব্রিস), ৪-২০ (চেস), ৫-২৯ (হোপ)।
বোলিং : সাকিব ৯-৩-১৫-২, মিরাজ ১০-০-৩৬-৩, নাঈম ৩-০-৯-০, তাইজুল ১-০-১০-০, মাহমুদউল্লাহ ১-১-০-০।
*দ্বিতীয় দিন শেষে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন