শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দেলদুয়ারে আ.লীগের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিলো বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

দেলদুয়ার (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের দেলদুয়ারে আ.লীগের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার ডুবাইল ইউনিয়নের ভাটপাড়া আ.লীগ মনোনীত ইলিয়াস আলী খানের নৌকা প্রতীকের ক্যাম্প পুড়িয়ে দিয়েছে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আতোয়ার রহমান আতিকের সমর্থকরা। এদিকে আ.লীগ বিদ্রোহী প্রার্থী আতোয়ার রহমান আতিকের সমর্থকদের বিরুদ্ধে ঐ ক্যাম্পের রক্ষণাবেক্ষক নরেশ দাশ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আ.লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী ইলিয়াস আলী জানান, ঘটনাটি ঘটিয়েছে আতোয়ার রহমান আতিক নিজেই। নৌকা না পাওয়ায় এবং তার নির্বাচনী অবস্থা আশানুরূপ না থাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য এ ঘটনা ঘটিয়েছেন। তিনি বলেন, তার পক্ষ থেকে থানায় একটা লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। আ.লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) চারবারের চেয়ারম্যানসহ বর্তমান চেয়ারম্যান (আনারস) প্রার্থী আতোয়ার রহমান আতিক বলেন, তাকে হেয়প্রতিপন্ন ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কোন একটি পক্ষ ঘটনাটি ঘটাতে পারে। তার দাবি, তার নির্বাচী অবস্থা ভাল। তার সমর্থকদের পক্ষে এ ধরনের ঘটনা ঘটনো সম্ভব নয়। তিনি আরো বলেন, প্রশাসনে সঠিক তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন