চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা ও বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম জানান, নগর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে বন্দরনগরীর রেল স্টেশন এলাকা থেকে লেয়াকতকে গ্রেফতার করে। পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, নাশকতার দু’টি মামলায় লেয়াকত ও আনসার উদ্দিনকে সাতদিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত এ বিষয়ে আগামী রোববার শুনানির দিন ধার্য করেছে। তাদের দু’জনকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, বাঁশখালীর গণ্ডামারায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন লেয়াকত আলী। ওই ঘটনায় তার বিরুদ্ধে চারটি মামলা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন