রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সংক্ষিপ্ত স্কোর

| প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০১ এএম

ঢাকা মেট্রো-ঢাকা, বগুড়া (২য় স্তর)
ঢাকা মেট্রো : ৫৯/৮ ডিক্লে. ও (দ্বিতীয় দিন শেষে ৫৯/২) ৫৫.২ ওভারে ১৬৬ (সাদমান ৬৬, আশরাফুল ৩৪; শাকিল ১/৪২, মোশাররফ ৩/৩৪, শুভাগত ২/১৯, তাইবুর ৪/৩১)।
ঢাকা বিভাগ ১ম ইনিংস : ৩৮৬
ফল : ঢাকা ইনিংস ও ১৬১ রানে জয়ী
ম্যাচসেরা : শুভাগত হোম
রংপুর-রাজশাহী, রংপুর (১ম স্তর)
রংপুর বিভাগ : ৩৩৬ ও ৮.৪ ওভারে ২০/১ (ফারদিন ১৮, রাকিন ১*; সানজামুল ১/০)।
রাজশাহী বিভাগ : ১১৭.১ ওভারে ২৪৮ (আগের দিন ৬৪/২) (জুনায়েদ ৪৮, ফরহাদ ৭১, জহুরুল ৩৩, সানজামুল ২৫; সুবাশিস ৪/৭৪, রবিউল ৪/৬২, সোহরাওয়ার্দি ১/১৫)।
*বরিশালে স্বাগতিকদের বিপক্ষে খুলনার এবং কক্সবাজারে সিলেট-চট্টগ্রামের ম্যাচ দুটি তৃতীয় দিনেও মাঠে গড়ায়নি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন