শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাগুরায় আলোচনা সভা

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা
প্রত্যক মানুষের আত্মরক্ষা তথা সুবিচার পাওয়ার অধিকার রয়েছে। আর এ অধিকার দিয়েছে দেশের সংবিধান। মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মাহফুজা বেগম একথা বলেন। জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে মাগুরা জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সহায় সম্বলহীন দুস্থ মানুষের আইনী অধিকার রক্ষাসহ তাদের মামলার ব্যয়ভার সরকার বহন করে আসছেন। এ জন্য দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি রয়েছে। এ কার্যক্রমের আওতায় সরকারি খরচে লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালিত হচ্ছে। আলোচনা সভায় অন্যান্যের বক্তব্য রাখেন, মাগুরার জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ও মাগুরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন