শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চুনারুঘাটে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক অসহায় মুক্তিযোদ্ধার ভূমি দখল করেছে প্রভাবশালী চক্র। এ ব্যাপারে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করলেও দখলকৃত ভূমি দখলমুক্ত হচ্ছে না। এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন জনগণের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, চুনারুঘাট এলাকার হাতুন্ডা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলী ও মৃত খুর্শেদ আলীর ওয়ারিশান সম্পত্তি উপজেলার নরপতি মৌজার জে.এল নং- ৫১, এস.এ খতিয়ান নং- ৭৪৪, ডি.পি নং- ১১৭৭, দাগ নং- ৩৫১৬ সহ বিভিন্ন দাগের ৬০ শতক ভূমি একই উপজেলার সদর ইউনিয়নের নরপতি গ্রামের ছেরাগ আলী তালুকদার ও তার ছেলে মহিউদ্দিন তালুকদার সহ একদল প্রভাবশালী ভূমিখেকো চক্র ঐ সম্পত্তিটি দীর্ঘ কয়েক বছর যাবত জোরপূর্বক নিরীহ মুক্তিযোদ্ধাদ্বয়ের উক্ত ভূমিটি দখল করে নিয়েছে। এ ব্যাপারে ২০১৫ সালে হবিগঞ্জ সহকারী জজ আদালতে মুক্তিযোদ্ধা ফিরোজ আলী বাদী হয়ে মহিউদ্দিন গংদের বিরুদ্ধে এক স্বত্ব মোকদ্দমা দায়ের করেন। অসহায় মুক্তিযোদ্ধাদ্বয়ের ওয়ারিশান সম্পত্তি উদ্ধার করতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন অসহায় মুক্তিযোদ্ধা পরিবার ও সচেতন মহল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন