মুন্সীগঞ্জের কাঠপট্টি ও নারায়ণগঞ্জের চর সৈয়দপুর গুদারাঘাট দিয়ে প্রতিদিন দুই জেলার হাজার হাজার নৌযাত্রী খেয়া পারাপার হয়। কিন্তু পরিতাপের বিষয়, ঘাট ইজারাদারদের কাছে সাধারণ যাত্রীরা জিম্মি। যেন যাত্রীদের কান মলা দিয়ে ইচ্ছামতো অতিরিক্ত ভাড়া আদায় করছে। চার টাকার ভাড়া আদায় করছে দশ টাকা দিনের বেলায়। সন্ধ্যার পর থেকেই ভাড়া আদায় করছে জনপ্রতি ২০-৩০ টাকারও বেশি। ঘাটকূলে ভাড়ার তালিকা বা কোনো নীতিমালা টানানো নেই। নেই কোনো টিকিট ব্যবস্থা বা সময়সূচি। কতজন যাত্রী হলে নৌকা ছাড়বে, সেই তথ্য কেউ জানে না। সন্ধ্যায় ঘাটে অপেক্ষারত যাত্রীদের মশার তীব্র কামড়ে অনেকেই মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। নৌকায় লাল বাতির সংকেত ও জীবন রক্ষাকারী বয়ার ব্যবস্থা না থাকায় যাত্রী পারাপার চলছে ঝুঁকিপূর্ণভাবে। ঘাট পাড়ে নেই পাকা যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট। গুদারা সংলগ্ন নদীতীরে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। কাঠপট্টি খেয়াঘাটে চলছে দিনের পর দিন চরম বিশৃঙ্খলা। ঘাট ইজারাদারদের একটি অশুভ শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী নির্যাতন করে আসছে। এই নৈরাজ্য আর কতদিন চলবে?
মিলি, মুন্সীগঞ্জ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন