নীলফামারী জেলা সংবাদদাতা
নীলফামারীর ডোমারে আ.লীগ দলীয় প্রার্থীসহ দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করে বড় আকারের রঙ্গীন ফেস্টুনে প্রচারণা করায় দায়ে তাদের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্র্বাহী কর্র্মকর্র্তা মোছা. সাবিহা সুলতানা। ডোমার উপজেলা নির্র্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে পরিশোধ করেন ওই দুই প্রার্থী। এরা হলেন- ডোমার সদর ইউনিয়নের আ.লীগ দলীয় প্রার্থী হাফিজুল ইসলাম (নৌকা) ও একই ইউনিয়নের জামায়াতের স্বতন্ত্র প্রার্থী খন্দকার মাহমাদুল হক (চশমা)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মোছা. সাবিহা সুলতানা জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুই চেয়ারম্যান প্রার্থী নির্র্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করে ইউনিয়নের বিভিন্ন মহল্লায় রঙ্গীন ফেস্টুনে নিজ প্রতীকের প্রচারণা করে আসছিল। ওই দুই প্রার্থীকে ইউপি নির্বাচন ২০১৬-এর আচরণ বিধি লঙ্ঘন ৩১(১) ধারায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন