যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় একটি গাছের ওপর ছয়দিন আটকে থাকার পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার পুলিশ একথা জানায়। এতে বলা হয়, গত ১২ অক্টোবর ৫৩ বছর বয়সী ওই আমেরিকান নারী ফিনিক্সের প্রায় ৮০ কিলোমিটার উত্তরের উইকেনবার্গের কাছের মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের পাশের রেলিং ভেঙ্গে তার গাড়িটি গাছের ওপর পড়ে সেখানেই আটকে যায়। তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনা কারো দৃষ্টিগোচর না হওয়ায় ছয়দিন ধরে সেখানে আটকে থাকতে হয়। অবশেষে তাকে উদ্ধার করা হয়। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন