প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় বুধবার গুরুতর অবস্থায় আবদুল্লাহ নামে আরও এক রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৫১ জন। বুধবার ভোরে সেন্টমার্টিনের গভীর সমুদ্র থেকে তাকে উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার ট্রলারডুবির এ ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৩ জনকে, নিখোঁজ ৫০ জন। সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. নাঈম-উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন