রাজধানীর মিরপুরের কালশী এলাকার ২২তলা গার্মেন্টস সংলগ্ন সুয়ারেজ খালে পড়ে যাওয়া ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার নাম শামসুল হক মানিক (৪৫)। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান।
তিনি বলেন, গতকাল সকাল ৯টায় ওই ব্যক্তি সুয়ারেজ খালে পড়ে যান। এ সময় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে। পরে দুপুর ৩টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে। নিখোঁজ ব্যক্তির বড় ছেলে রিয়াজ জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন। তারা পল্লবীর সুজাতনগর এলাকার ১২নং সেকশনের ৩নং রোডের ১১নং বাসায় থাকেন।
পল্লবী থানার এসআই সামিউল বলেন, ইসলামিয়া হাসপাতালে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার গুরুতর কোনো সমস্যা নেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন