শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রোহিঙ্গা বলায় মিয়ানমারে মার্কিন দূতাবাস ঘেরাও

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের নিপীড়িত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে রোহিঙ্গা বলায় রেঙ্গুনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে শত শত মানুষ। বৌদ্ধ ভিক্ষুরাও তাদের সাথে যোগ দেয়। গত বৃহস্পতিবার এই বিক্ষোভকারীরা দাবি করেন, মুসলিমরা রোহিঙ্গা নয়, তারা মিয়ানমারে কয়েক শতাব্দী ধরে বাস করছেন। মিয়ানমার রোহিঙ্গাদের দেশটির আদিবাসী বলে স্বীকার করে না এবং তাদের নাগরিকত্ব এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত রেখেছে। পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে প্রায় ১০ লাখ মুসলিম বাস করেন, যাদের ভূমি এবং সম্পদ দখল করার জন্য বৌদ্ধ মৌলবাদীরা ভয়াবহ সহিংসতা চালিয়েছে। এর ফলে অন্তত ১ লাখ  রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আশ্রয় শিবিরে মানবেতর জীবন যাপন করছেন। একটি নৌকাডুবিতে বহু রোহিঙ্গা মারা গেলে চলতি মাসে এক বিবৃতিতে মার্কিন দূতাবাস রোহিঙ্গা শব্দটি ব্যবহার করে তাদের উদ্বেগ প্রকাশ করে। গত বৃহস্পতিবার বিক্ষোভ শেষে একজন বিক্ষোভকারী দূতাবাসের একজন কর্মকর্তাকে একটি স্মারকলিপি পেশ করেন। বিক্ষোভকারীরা শ্লোগান দেন- রোহিঙ্গা শব্দের ব্যবহার আর নয়। আবারো বললে মার্কিন দূতাবাস বন্ধ করে দেয়া হবে এবং যারা এসব ভুয়া শব্দ আবিষ্কার এবং ভুয়া আদিবাসী জনগোষ্ঠী বলে তারা আমাদের শত্রু, আমাদের শত্রু। মিয়ানমারে রোহিঙ্গাদের এবং সাধারণভাবে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোয় অগ্রণী ভূমিকা পালন করছে দেশটির বৌদ্ধ ধর্মগুরুরা। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন