শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঐক্যফ্রন্টে যোগদানের কারণে গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা -ডা. জাফরুল্লাহ চৌধুরী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ৪:০০ পিএম

জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের কারণে রাজনৈতিক প্রতিপক্ষের সহায়তায় গণস্বাস্থ্য কেন্দ্রের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, র‍্যাবের সেদিনের অভিযান ছিল সন্ত্রাসী কায়দায়। এটা উপরের নির্দেশে হয়েছে সেটি অত্যন্ত পরিষ্কার। তারা আমাদের দুই সেবাকর্মীকে ধরে নিয়ে জীবননাশের হুমকি দিয়েছে। তারা দেশে কী পেয়েছে?’

গণস্বাস্থ্য কেন্দ্রে লুটতরাজ, নারীকর্মীদের লাঞ্ছনা এবং মামলা’ শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে শনিবার এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্যকেন্দ্র ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেসাও বক্তব্য দেন। তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের কারণে রাজনৈতিক প্রতিপক্ষের সহায়তায় গণস্বাস্থ্য কেন্দ্রের ওপর হামলা হয়েছে। এই হামলা পরিকল্পিত’।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বেশ কিছু মামলার আসামি হয়েছেন ডা. জাফরুল্লাহ। মামলাগুলোর মধ্যে মাছ চুরি, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে এই বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন