বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সুপ্রিম কোর্টের রায় প্রত্যাখ্যান করলেন মাওলানা ফজল

পাকিস্তান ছাড়ছেন আসিয়ার আইনজীবী সাইফুল মালুক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

আসিয়া বিবি ইস্যুতে সুপ্রিম কোর্টের দেয়া রায়কে সরাসরি প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের শক্তিশালী ইসলামপন্থি দল জমিয়ত উলেমায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর প্রধান মাওলানা ফজলুর রেহমান। স¤প্রতি মৃত্যুদন্ডেরর সাজা পাওয়া আসিয়া বিবিকে বেকসুর খালাস দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এই রায় বাতিল করা না হলে দেশজুড়ে সহিংস আন্দোলন ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মাওলানা ফজল। শুক্রবার পেশোয়ারের এক র‌্যালিকে উদ্ধৃত করে তিনি বলেন, আসিয়া বিবির এই রায়কে কার্যকর করলে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) শাসিত সরকারকে ক্ষমতা ছেড়ে যেতে হবে। এদিকে, পাকিস্তান ছাড়ছেন বহুল আলোচিত আসিয়া বিবি’র আইনজীবী সাইফুল মালুক। শুক্রবার তিনি বলেছেন, তার জীবন মারাত্মক ঝুঁকিতে। এ অবস্থায় তিনি পাকিস্তান ত্যাগ করছেন। পাকিস্তানের অনলাইন এক্সপ্রেস ট্রিবিউনকে তিনি এসব কথা বলেছেন। আরো বলেছেন, আসিয়া বিবির পক্ষে রিভিউ আবেদনে শুনানি করতে তিনি পাকিস্তানে ফিরবেন, যদি তাকে সেনাবাহিনী নিরাপত্তা দেয়। মহানবী হযরত মোহাম্মদ (স.)কে কটূক্তি করে বক্তব্য দেয়ার কারণে আসিয়া বিবি’কে মৃত্যুদন্ড দেয়া হয়েছিল। স¤প্রতি সুপ্রিম কোর্ট অভিযোগের সুস্পষ্ট প্রমাণ না পাওয়ার কথা বলে তাকে বেকসুর খালাস দেয়। এতে পাকিস্তান জুড়ে আন্দোলন বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। ফজল আরো বলেন, আদালত সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দিয়েছেন, তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করেছেন, যা আমরা কখনোই মানি না। তাহলে ইসলামের বিরুদ্ধে নেয়া সিদ্ধান্তকে আমরা কিভাবে মেনে নিবো। আমাদের দেশ একটি সার্বভৌম দেশ। আমরা বিদেশি কোনো রাষ্ট্রের আদেশ মানি না। কিন্তু পিটিআই শাসিত সরকার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কাছে নতি স্বীকার করেছে। আমরা এর নিন্দা জানাই। সরকারকে ক্ষমতা ছাড়তে হতে পারে বলে এ সময় তিনি ইঙ্গিত দেন। তিনি আরো বলেন, বৃটিশ এবং ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে আসিয়া বিবির এ রায়কে প্রশংসা করা হয়েছে। সুতরাং এটি ¯পষ্ট যে, এ রায় অন্য কোনো জায়গা থেকে এসেছে। আর আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বক্তব্য সব সন্দেহ দূর করে দেয়। পাকিস্তান মূলত একটি ইসলামিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আমরা অন্য কোনো দেশকে মানব না। আমরা যদি তা করি, তাহলে আমাদের সংবিধান ক্ষতিগ্রস্ত হবে। এক্সপ্রেস ট্রিবিউন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন