নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্র ও গুলিসহ সোহাগ (২২), সিরাজ (২৩), নুরুজ্জামান (২৩) ও শাওন (২৩) নামের ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেনিখালী ব্রীজ এলাকায়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ৪ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান, ১টি রামদা ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আব্দুল হক সিকদার জানান, শনিবার দিবাগত রাত পৌনে ৩টায় বিশেষ অভিযানের জন্য মেঘনা টোল প্লাজা এলাকায় অবস্থান করি। এ সময় গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি ঢাকা-চট্টগাম মহাসড়কের মোগরাপাড়া মেনিখালী ব্রীজের পশ্চিম পার্শ্বে নোয়াব প্লাজার সামনে ১৩/১৪ জন ডাকাত মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতির প্রস্তÍতি নিচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ৪ রাউন্ড গুলি, ১টি ওয়ান শুটারগান, ১টি রামদা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতি ছিনতাই ও মাদকসহ একাধীক মামলা রয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন