মিরপুর-২ নম্বরে একটি মার্কেটে আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৯টায় সুইমিংপুলের বিপরীত পাশে নতুন পানির পাম্পসংলগ্ন ওই মার্কেটটিতে আগুন লাগে। আগুনে মার্কেটের তিনটি রেডিমেট কাপড়ের শোরুম পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
মার্কেটটিতে সকাল ৯টার দিকে আগুন লাগে। আগুন লাগার সময় মার্কেটটি তালাবদ্ধ ছিল।
আগুনে টেক্স পয়েন্ট, কালারস ও ব্যাং নামে তিনটি রেডিমেট কাপড়ের শোরুম পুড়ে ছাই হয়ে গেছে।
এ ছাড়া মার্কেটের ভেতরে দুটি চায়ের দোকান ও একটি মোটর পার্টসের দোকান পুড়ে গেছে।
পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তালা ভেঙে তারা আগুন নেভান বলে জানান তিনি।
মিরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন