শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

অক্টোবরে ৭২ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার টাকার পণ্য জব্দ করে বিজিবি

| প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর মাসে সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৭২ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১০ লাখ ৭২ হাজার ১১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ হাজার ৫৬৩ বোতল বিদেশী মদ, ২৯৯ লিটার বাংলা মদ, ৪ হাজার ৫২৭ ক্যান বিয়ার, ৩৪ হাজার ১১৬ বোতল ফেনসিডিল, ৬২৫ কেজি গাঁজা, ৬ কেজি ৪০০ গ্রাম হেরোইন এবং ১ লাখ ৫৪ হাজার ২৮৭টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ৬৩৬ গ্রাম স্বর্ণ, ৫ হাজার ১০টি শাড়ি, ৭৭৬টি থ্রীপিস/শার্টপিস, ১০৫ মিটার থান কাপড়, ১ হাজার ৬৩৩টি তৈরী পোশাক, ১১টি ট্রাক, ৩টি প্রাইভেটকার, ৪টি পিকআপ, ১১টি সিএনজি চালিত অটোরিক্সা, ৪২টি মোটর সাইকেল, ১৭ হাজার ৩৩৫ ঘনফুট কাঠ এবং ১২ হাজার ২৫১ কেজি চা পাতা। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি এয়ারগান, ১টি বন্দুক এবং ৫ রাউন্ড গুলি। মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১০এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১০৯ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত বিজিবি ৭৭০ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন