কুমিল্লার নাঙ্গলকোটে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের গতকাল মঙ্গলবার কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বটতলী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সফি উল্লাহর ছেলে ছাত্রদল নেতা সহিদুল ইসলাম, দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল গ্রামের মকবুল আহাম্মদের ছেলে বিএনপি নেতা মাহবুবুল হক, হেসাখাল গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ছাত্রদল নেতা জালাল আহাম্মদ, পৌরসভার হরিপুর গ্রামের জাকির হোসেনের ছেলে যুবদল নেতা শাহাদাত হোসেন, আসলামের ছেলে যুবদল নেতা নাছির হোসেন, দৌলতপুর গ্রামের বজলুর রহমানের ছেলে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, গোত্রশাল গ্রামের আলী আক্কাছের ছেলে যুবদল নেতা নিজাম উদ্দিন ও মক্রবপুর ইউনিয়নের মক্রবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে বিএনপি নেতা আবু তাহের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন