শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নিখোঁজের ৩ দিন পরও সন্ধান মেলেনি চালকের

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা
খাগড়াছড়ি জেলার পানছড়ি থেকে নিখোঁজ হওয়ার তিনদিন পরও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. হোসেন (৩০)’র খোঁজ মেলেনি। এ ঘটনায় নিখোঁজ হোসেনের মা নুরজাহান বেগম গত শুক্রবার সন্ধ্যায় পানছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ হোসেন আলী পানছড়ি উপজেলা উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর গ্রামের বাসিন্দা মনছুর আলীর ছেলে। হোসেনের সহকর্মী আনোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ২৬-২৭ বছর বয়সী দুই চাকমা যুবক তাকে পানছড়ি বাজারের জিয়া স্কোয়ার এলাকা থেকে জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নোয়াপাড়া যাওয়ার জন্য ভাড়া করে। তারপর হতেই নিখোঁজ রয়েছে হোসেন। এদিকে নিখোঁজ হওয়ার পর হোসেনকে খুঁজতে পরিবারের সদস্যরা ভাইবোনছড়া ইউনিয়নের নোয়াপাড়া ১০ নম্বর এলাকায় গেলে স্থানীয় চা দোকানী ত্রিপুরা নারী তাদের জানান, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে অপরিচিত দুই চাকমা যুবকসহ এক বাঙালি মোটরসাইকেল চালক ওই নারীর কাছ থেকে সিগারেট কিনে নিয়েছেন। নিখোঁজ হওয়ার পর থেকেই হোসেনের ব্যবহৃত মুঠোফোনটিতে সংযোগ পাওয়া যাচ্ছে না। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার জানান, পরিবারের অভিযোগ পাওয়ার পর নিখোঁজ মোটরসাইকেল চালকের সন্ধানে পুলিশ অভিযানে নেমেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন