সউদী আরবের বাদশাহ সালমান এক সপ্তাহের দেশ সফর শুরু করেছেন। দেশটির এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার বাদশাহ সফর শুরু করেছেন। খবর রয়টার্স।
খবরে বলা হয়েছে, সিংহাসনে আরোহণের পর এটাই ৮২ বছর বয়সী বাদশাহর প্রথম অভ্যন্তরীণ সফর। ২০১৫ সালে বাদশাহ হওয়ার পর সালমান তার প্রথম অভ্যন্তরীণ সফরে কাসিম ও হাইল প্রদেশ সফর করবেন। উভয় প্রদেশ রিয়াদের উত্তর-প‚র্বাঞ্চলে অবস্থিত।
কর্মকর্তারা জানান, সফরে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো প্রকল্প উদ্বোধন করবেন বাদশাহ। তবে এই সফরে প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান সঙ্গী হয়েছেন কিনা তা জানা যায়নি।
তুরস্কের ইস্তানবুল কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা নিয়ে আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মধ্যেই দেশ সফরে বের হলেন সউদী বাদশাহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন