বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ধামরাইয়ের ১৬ ইউনিয়ন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দ্বিধাদ্বন্দ্বে

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

আনিস উর রহমান স্বপন, ধামরাই (ঢাকা) থেকে
আগামী ২৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ধামরাইয়ের ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই প্রথমবার সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বেকায়দায় পড়েছে ধামরাই উপজেলা বিএনপির প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ঘনিয়ে আসলেও স্থানীয় পর্যায়ে সিনিয়র নেতাদের মধ্যে সমঝোতা না হওয়ায় গত বৃহস্পতিবার পর্যন্ত কাউকেই এককভাবে মনোনয়ন দিতে পারেনি দলটি। ফলে বিএনপির মনোয়ন প্রত্যাশীরা নানা দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। বিভিন্ন ইউনিয়নে বিএনপির কয়েকজন চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করে বলেন, রাজপথে আন্দ্বোলন সংঘামে থেকে রাজনৈতিক মামলা খেয়ে জেলা খেটেছি আবার ফেরারী আসামির মতো পলাতক থেকেছি মাসের পর মাস অথচ আমাদেরকে মনোনয়ন না দিয়ে নতুন মুখ দেখে তাদেরকে মনোনয়ন দেয়ার চেষ্টা করছে। অপরদিকে ১৬টি ইউনিয়নের মধ্যে বালিয়া, আমতা, ধামরাই সদর ও রোয়াইল ইউনিয়নে বিএনপির সমর্থিত বর্তমান চেয়ারম্যানদের বাদ দিয়ে নতুন মুখ দেখে মনোনয়ন দেয়ার চেষ্টা করছে একটি পক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক চেয়ারম্যান বলেন, বর্তমান রাজনৈনিত প্রেক্ষাপটে আমরা অনেক কষ্ট করে জনগণের সাথে সম্পৃক্ত থেকে মাঠ ধরে রেখেছি অথচ একটি পক্ষ আমাদের মনোনয়ন না দিয়ে যারা আন্দেলনে সংগ্রামে ছিল না তাদেরকেই মনোনয়ন দিবে বলে শোনা যাচ্ছে। আগামী ০২মে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন হলেও দলের সিদ্ধান্ত ছাড়াই চেয়ারম্যান পদে বিএনপির নেতাকর্মীরা তাদের নিজ নিজ সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র উত্তোলন করছেন। বিএনপি থেকে মনোনয়নের জন্য এখনো যারা নির্বাচনী মাঠে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা হলেন, ১নং চৌহাট ইউনিয়নে-এজিএম স¤্রাট। ২নং ইউপি আমতা- বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম খান লাভু ও শওকত হোসেন। ৩নং ইউপি বালিয়া-বর্তমান চেয়াম্যান আব্দুল মান্নান মধু, খন্দকার শহিদুর ইসলাম শহীদ মাস্টার। ৪নং ইউপি যাদবপুর-সিদ্দিকুর রহমান, আবুল বাশার বাদশা। ৫নং ইউপি বাইশাকান্দা-শৌকত হোসেন। ৬নং কুশুরা-বর্তমান চেয়াম্যান জামিল হোসেন ও আব্দুল হাই। ৭নং ইউপি গাঙ্গুটিয়া- সুনিল সাহা, মোজাম্মেল হোসেন, মফিকুল ইসলাম। ৮নং ইউপি সানোড়া-সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান আছর উদ্দিন, আলতাফ হোসেন ও বজলুর রহমান। ৯নং ইউপি সূতিপাড়া-বর্তমান চেয়াম্যান রমিজুর রহমান চৌধুরী রুমা। ১০নং সোমভাগ ইউপি- আবুল হোসেন, ইদ্রিস আলী, ফরহাদ হোসেন। ১১নং ইউপি ভাড়ারিয়া- বর্তমান চেয়ারম্যান সোনাম উদ্দিন। ১২নং ইউপি ধামরাই সদর- বর্তমান চেয়ারম্যান শামসুল ইসলাম, হাজী আমজাদ হোসেন, মহসিন উজ্জামান। ১৩নং ইউপি কুল্লা-আব্দুল মতিন, আক্কাস আলী, হাবিবুর রহমান হাবিব। ১৪নং ইউপি সূয়াপুর- হাবিবুর রহমান তুলা, ওবাইদুল্লাহ খান, আব্দুল ওহাব, ১৫নং ইউপি রোয়াইল-চেয়ারম্যান আব্দুল আলীম, ওয়াসিম হোসেন। ১৬নং ইউপি নান্নার-সাবেক চেয়ারম্যান মতিউর রহমান মতি, সোহরাব হোসেন ও শহিদুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন