শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হচ্ছে শিশুদের

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা
আসন্ন ৪র্থ দফা নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচরণায় ব্যবহার করা হচ্ছে শিশুদের। নসিমন আর ভটভটি নামক যানবাহনে ঘোড়া মার্কার মিছিল বের করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন সদর উপজেলার আকচাঁ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন (বাদশা)। এ অবস্থায় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটলে দায়ভার নেবে কে? গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় ওই ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে নারী-পুরুষ ও শিশুদের এনে জড়ো করা হয় প্রার্থীর বাড়ির সামনে। পরে নসিমন ও ভটভটিতে গাদাগাদি করে মিছিল নিয়ে দিনভর প্রচারণা চালানো হয়। প্রচরণার সময় ওই ইউনিয়নের রিক্তা রানী, অবিনাস চন্দ্র, সোলেমান আলী জানান, পারিশ্রমিক হিসেবে শিশুদের ১শ’, মহিলাদের ২-৩শ’ আর পুরুষদের দেয়া হচ্ছে ৫শ’ করে। প্রার্থী সালাহউদ্দিন বাদশা জানান, এলাকার মানুষ খুশি হয়ে প্রচরণায় নেমেছে। তারা তো গরীব, তাই তাদের সামান্য পারিশ্রমিক দেয়া হয়েছে। আর এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা জানান, আচরণবিধি লঙ্ঘনের কথা আমি শুনেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ওই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আগামী ৭ মে অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার ২০টি ইউনিয়নে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন