বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ক্যারিয়ার

সাধারণ জ্ঞান

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

া ওপেকভুক্ত অ-আরব মুসলিম দেশ কোনটি?
উ : ইরান।
া ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উ : ১৯১৯ সালে।
া পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের সদর দপ্তর কোথায়?
উ : আমস্টারডাম।
া মধ্য এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উ : কমিউনিজম পিক।
া আলজেরিয়ার প্রাচীনতম ভাষার নাম কি?
উ : বারবার।
া এসএ গেমসে পদক তালিকায় শীর্ষে রয়েছেÑ
উ : ভারত।
া চাঁদে অবতরণকারী ষষ্ঠ মানবের নাম কি?
উ : এডগার মিচেল (মার্কিন যুক্তরাষ্ট্র)।
া এডগার মিচেল মারা যান কবে।
উ : ৪ ফেব্রুয়ারি ২০১৬।
া নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উ : কে. পি. শর্মা অলি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন