নীলফামারীর জলঢাকায় অগ্নিকাণ্ডে আটটি পরিবারের ২৫টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১৫ লাখ টাকা।
গত মঙ্গলবার রাত দশটার দিকে জলঢাকা উপজেলা শহরের বারোঘড়ি পাড়া দক্ষিণটারি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আজাহারুল ইসলামের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে।
জলঢাকা ফায়ার সার্ভিস এ্যাণ্ড সিভিল ডিফেন্স’র ইনচার্জ মমতাজুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন