দিনাজপুরের নবাবগঞ্জে উপজাতি নারীদের আয়োজনে ফাদার কালো মেনাপেচ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৮-এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এমিলিয়া কিন্ডুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. পারুল বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, ভাদুরিয়া বিট কর্মকর্তা নবীন কুমার ধরো, হরিনাথপুর সরকারি ফরেস্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান রেজা, সাংবাদিক সাজেদুর রহমান সাগরসহ এমেলিয়া কিন্ডু, সন্ধ্যা পান্না, দিপালী টপ্য, পাওলা কেরকেটা, রুপালী মিনজী স্বরসতী কুজুর, অনিতা তির্কী, রিতা হিগ্যা, মানষী বাকলা, স্বপ্না তিগ্যা, সেলিনা লাকড়া, কাকলী, বেসরা, পুতুল, মরিয়ম হাসদা, কাকলি টপ্য, রুমিনা বেসরা, রিনা মার্ডি, মৌসুমী তিগ্যা, শিউলি টপ্য, দ্বীপা খালকো, মার্গেরিতা টপ্য প্রমুখ। আলবেরিকুশ খালকো জানান, খিদিরপুর মিশন এলাকার শিক্ষিত নারীরা মাদকমুক্ত সমাজ গড়তে ও নারীদের কর্মক্ষেত্রে উন্নয়নের ও ক্ষমতায়নে বিষয়কে সামনে নিয়ে নারীরা এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন