দেবিদ্বারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন গ্রেফতার হয়েছেন। আজ শুক্রবার ভোরে তার কুমিল্লার বাসা থেকে থানা পুলিশের এসআই মোর্শেদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশের এসআই মোর্শেদুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। সে বর্তমানে থানা হাজতে আছেন।
দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নুরুজ্জামান জানান, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে করা সব মামলায় জামিনে থাকার পরও পুলিশ তাকে গ্রেফতার করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন