শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাউজানে ৬ তলা থেকে লাফ দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ৭:২৬ পিএম

চট্টগ্রামের রাউজানে তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকার পদ্মা ভবন-৬ এ বিলকিছ আক্তার (২৬) নামে এক মহিলা ৬ তলা ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। বিলকিছ আক্তার নোয়াখালী জেলার রাজু আহমেদ রনির স্ত্রী এবং ওই এলাকার মমতাজ খানের মেয়ে। সে দুই সন্তানের জননী। স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, পারিবারিক কলহের জের ধরে ২ সন্তানের জননী বিলকিছ আক্তার রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের পদ্মা ভবনের ৬ তালা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তার সঠিক খবর জানা সম্ভব হয়নি। এ নিয়ে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয় ভবনে থাকা লোকজন। এ ব্যাপারে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মিঠুন জানান, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জন্য রনিসহ তার বাবা মা ও ছোট ভাইকে পুলিশ আটক করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন