শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাউজানের মাওলানা নেজাম শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৭ এএম

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক চট্টগ্রাম জেলা সমুহে নির্বাচিত শ্রেষ্ঠ ইমামদের মধ্যে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন রাউজান সিএন্ডবি জামে মসজিদের খতিব ও হলদিয়া ইউপির গর্জনিয়া গ্রামের মাওলানা মুহাম্মাদ নেজাম উদ্দীন। গতকাল শুক্রবার সকালে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) বিভাগীয় কার্যালয়ের সভা কক্ষে তাকে সনদ ও পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দীন। ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ইদ্রিস। এসময় ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রাম বিভাগের ১১ জেলার উপ-পরিচালকগণ উপস্থিত ছিলেন।

জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় মাওলানা নেজাম উদ্দিন ধর্মমন্ত্রীসহ ইফা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন