জার্মান রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদল ৩৫০ একর জমির উপর গড়ে উঠা বন্যপ্রাণীর অভয়ারণ্যসহ বেক্সিমকোর সবুজ, সুন্দর এবং স্টেট অব আর্ট কারখানাগুলো দেখে অভিভূত হয়েছেন। ৪০ হাজার কর্মী স্বাচ্ছন্দ্যে ও স্বাস্থ্যসম্মত পরিবেশে এখানে কাজ করছে। গতকাল জার্মান প্রতিনিধিদলটি কারখানা পরিদর্শন করে এ অভিমত ব্যক্ত করেন। বেক্সিমকোর কর্মীদলে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তকরণের বড় সাফল্যে জার্মান প্রতিনিধি দল আরো বেশী আনন্দিত হন। প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি দিতে এবং তাঁদের জন্য মূলধারায় সমানভাবে কর্মসংস্থানে বেক্সিমকো অত্যন্ত আগ্রহী। বেক্সিমকো’র সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জিআইজেড সমন্বিত কারিগরি সহায়তা এবং প্রশিক্ষণ দেয়। প্রতিবন্ধীবান্ধব কর্মস্থল সাজাতে সহযোগিতা করে। একইসাথে প্রতিবন্ধীদের প্রয়োজনীয় দক্ষতার উন্নয়ন এবং মনোবল প্রদান করেন।
এখন পর্যন্ত বেক্সিমকোর কারখানায় ৫শ’র বেশী শারিরিক প্রতিবন্ধীর কর্মসংস্থান করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন