শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিদ্যুতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌরসদরসহ ১২ ইউনিয়নে নান্দাইল নাগরিক কমিটির উদ্যোগে গতকাল সোমবার অব্যাহত বিদ্যুতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়ক উপজেলা পরিষদের সম্মুখে রাস্তা অবরোধ, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। নান্দাইল নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকির ও সাধারণ সম্পাদক লেকচারার মোঃ কামরুল হুদা আফজলের স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা নিজেদের ইচ্ছামাফিক যখন সন্তষ্ট হন তখন কচিৎ কখনো আলো জ্বলে এবং তাদের ইচ্ছে হলে অন্ধকার জেঁকে বসে। বিদ্যুতের যাওয়া-আসা খেলা জনগণের মাঝে ঠাট্টা-বিদ্রƒপের নামান্তর হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরাসহ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান, কৃষি ও বিদ্যুৎনির্ভর উৎপাদন অনুষঙ্গসমূহ। এ অবস্থার নিরসনকল্পে নাগরিক কমিটি নান্দাইলবাসীর নিকট থেকে উপর্যুপরি অনুরুদ্ধ হয়ে জনগণের মাঝে ব্যাপক আলোচনা পূর্বক বৃহত্তর কর্মসূচি গ্রহণ করে। নান্দাইল উপজেলাকে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতামুক্ত করে ময়মনসিংহ বিভাগীয় পিডিপি আওতায় আনার জোর দাবি জানানো হয়। অন্যথায় জনসংযোগ, হরতাল, অবরোধ, বিদ্যুৎ অফিস ঘেরাও ও প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন