শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

জমি বিরোধে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

দশমিনা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা
পটুয়াখালীর দশমিনায় জমিজমা বিরোধ জের ধরে সংঘর্ষে আহত সিরাজ শরীফ (৬৫) চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে মারা গেছে। জানা যায়, উপজেলার বহরমপুর গ্রামের মরহুম হাসম শরীফের ছেলে সিরাজ শরীফ (৬৫) গত বুধবার বিকাল ৩টায় বাড়ির পাশে বিলে মহিষ চড়াতে গেলে ওঁৎপেতে থাকা প্রতিপক্ষ হাতুরি দিয়ে পিটিয়ে ও বাঙলা দাও দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত সিরাজ শরীফকে ওই দিন দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতের শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিবাগত রাত সাড়ে ৭টায় সিরাজ শরীফের মৃত্যু হয়। হামলার ঘটনায় বৃহস্পতিবার সিরাজ শরীফের ছেলে জহিরুল শরীফ বাদী হয়ে প্রতিপক্ষের মনির শরীফ, মকবুল শরীফ, হাকুমদাতা সন্ত্রাসী মাঈনুল খা ও শাহবুদ্দিন শরীফসহ ২২ জন নামীয় আসামি করে দশমিনা থানায় একটি মামলা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন