শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মানেন্দ্র ত্রিপুরা হত্যাকান্ড খুনিদের গ্রেফতার দাবি

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা
রামগড়ে নিহত মানেন্দ্র ত্রিপুরার খুনিদের গ্রেফতারের দাবিতে সর্বস্তরের উপজাতি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী অভিভাবক মানববন্ধন করার প্রস্তুতিকালে রামগড় থানার ওসি মাইন উদ্দিন খান খুনিদের গ্রেফতারের আশ্বাস প্রদান করলে ওই দিনের মানববন্ধন স্থগিত করা হয়। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের গরুকাটা নামক এলাকা থেকে মানেন্দ্র ত্রিপুরা (৬৫) পিতা-কর্ম ত্রিপুরা নামে হাত-পা-মাথাবিহীন গলিত লাশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে রামগড় থানা পুলিশ। স্থানীয়দের ধারণা, ভূমি সংত্রুান্ত জের ধরে ১২ থেকে ১৫ দিন আগে দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে বাড়ির পাশের জঙ্গলে মৃতদেহটি ফেলে যায়। উপজাতীয় নেতৃস্থানীয়রা হুঁশিয়ার করে দ্রুত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানসহ ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরনের জোর দাবি জানান। রামগড় থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন খান এ প্রতিনিধিকে জানান, মানেন্দ্র ত্রিপুরার খুনিদের গ্রেফতারের দাবিতে রামগড়ে মানববন্ধনের অবহিতপত্র গ্রহণকালে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং খুনিদের গ্রেফতারের আশ্বাস দেয়ায় উপজাতীয় নেত্রীস্থানীয়দের সহযোগিতা চাওয়ায় পরবর্তীতে প্রতিনিধিরা মানববন্ধন থেকে বিরত থাকেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন