শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ডাকাতের হামলায় আহত

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা
কমলগঞ্জে শমশেরনগরে প্রবাসীর বাসায় ডাকাতের আক্রমণে নাহিদুল ইসলাম চৌধুরী (রাসেল) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। জানা যায়, গত শনিবার গভীর রাতে মুখোশদারী ডাকাত দল শমশেরনগরের ফ্রান্স প্রবাসী সামসুল হকের বাড়িতে প্রবেশ করে ডাকাতির চেষ্টা করলে তার ভাগিনা নাহিদুল ইসলাম চৌধুরী (রাসেল) তাদের বাধা দিলে ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক আহত করে। তার চিৎকারে লোকজন ছুটে এলে ডাকাতরা আসবাবপত্র ও একটি নোয়া গাড়ি ভাঙচুর করে দেয়াল টপকিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় রাসেলকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে গত রোববার সকাল ১১টায় মৌলভীবাজারের এএসপি সার্কে মোল্লা শাহীন আহমদ ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারেসসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন