ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে গত শনিবার দিবাগত রাতে থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। আটক মাদক বিক্রেতা উপজেলার আলাদীপুর ইউনিয়নের সিন্দুরঘাটা গ্রামের মৃত জিয়ার উদ্দিনের ছেলে আব্দুল ওহাব (৫৫)। এ ঘটনায় এএসআই আমিনুল বাদী হয়ে গতকাল রোববার সকাল ১০টায় ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী বলেন, শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কাজিহাল ইউনিয়ন থেকে ৫৫ লিটার দেশি চোলাই মদ, বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকায় ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ ছাড়া আলাদীপুর ইউনিয়নের সিন্দুরহাটা গ্রামে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ আব্দুল ওহাব (৫৫) নামে এক গাঁজা বিক্রেতাকে আটক করা হয়। এই ঘটনায় থানার এএসআই আমিনুল ইসলাম বাদী হয়ে ১৯৯০ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মাদক মামলা দায়ের করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন