শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিদ্রোহী নিয়ে বিপাকে আ.লীগ কুলিয়ারচরের ৬ ইউনিয়ন

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কুলিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার-প্রচারণায় মেতে উঠেছে প্রার্থীরা। উপজেলার সর্বত্র পোস্টার, ব্যানার, ফেস্টুন ও নির্বচনী প্রতীকে ছেঁয়ে গেছে। এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে বিধায় ভোটারদের মাঝেও বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কুলিয়ারচরে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে। সংরক্ষিত মহিলা আসনে ৬৮ জন ও সাধারণ সদস্য পদে ২১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। দলীয় লোক স্বতন্ত্রপ্রার্থী হওয়ায় আ.লীগ বিপাকে। আগামী ৭ মে চতুর্থ ধাপের নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা হলেনÑ উপজেলার উছমানপুর ইউনিয়নে আ.লীগের মো. নিজাম ক্বারী (নৌকা), বিএনপির বর্তমান চেয়ারম্যান মো. আসাদ মিয়া (ধানের শীষ), মো. ওয়াছ মিয়া (স্বতন্ত্র), মো. মজলু মিয়া (স্বতন্ত্র)। ছয়সুতি ইউনিয়নে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মীর মো. মিছবাহুল ইসলাম (নৌকা), বিএনপির সাবেক চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান ভূঁইয়া (ধানের শীষ), বর্তমান চেয়ারম্যান আনিসুজ্জামান (স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হযরত আলী (হাতপাখা), মো. ইকবাল হোসেন (স্বতন্ত্র), নজরুল ইসলাম (স্বতন্ত্র)। গোবরীয়া আবদুল্লাহপুর ইউনিয়নে আ.লীগের মো. গিয়াস উদ্দিন (নৌকা), বিএনপির মো. সালাহ উদ্দিন খান (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাজীব (হাতপাখা), মো. আব্বাস উদ্দিন (স্বতন্ত্র), মো. সাইফুল ইসলাম (স্বতন্ত্র), মো. নুরুল ইসলাম (স্বতন্ত্র), নুরুল আলম (স্বতন্ত্র)। রামদী ইউনিয়নে আ.লীগের আলাল উদ্দিন (নৌকা), বিএনপির মো. ইসমাইল হোসেন খাঁন (ধানের শীষ), জাতীয় পার্টির মো. জসিম উদ্দিন খাঁন (লাঙ্গল), আল মাসুদ মাসুদ মিয়া (স্বতন্ত্র), মো. সারোয়ার আলম (স্বতন্ত্র), সামছুল আলম (স্বতন্ত্র), ফরিদপুর ইউনিয়নে আ.লীগের মোহাম্মদ শাহ আলম (নৌকা), বিএনপির মোহাম্মদ জসিম উদ্দিন (ধানের শীষ), মো. মাসুদ মিয়া (স্বতন্ত্র)। সালুয়া ইউনিয়নের আ.লীগের মো. ইউসুফ মিয়া (নৌকা), বিএনপির আমান উল্লাহ (ধানের শীষ), জাতীয় পার্টির এমএস আলম (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম (হাতপাখা), শাহ মাহাবুবুর রহমান (স্বতন্ত্র), আপ্তাব উদ্দিন (স্বতন্ত্র), মো. জাকির হোসেন (স্বতন্ত্র)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন