গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৭ মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী বিপ্লব কুমার বিশ্বাস আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্রপ্রার্থী বিপ্লব কুমার বিশ্বাসের বড় ভাই বিধান কুমার বিশ্বাস তার পক্ষে উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত ওই অভিযোগ পত্রে উল্লেখ করা হয় তার কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর কর্মী সমর্থকরা। বিপ্লব কুমার বিশ্বাসের আনারস প্রতীকের মার্কা কোথাও ঝুলিয়ে রাখতে দেয়া হচ্ছে না সেই সাথে প্রচারণা মাইক বাজাতেও বাধার সৃষ্টি করা হচ্ছে। কখনও কখনও মাইকের মেমোরি কার্ড খুলে নেয়া হচ্ছে এছাড়া নিয়মিত হুমকি-ধামকিতো আছেই। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনূল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই একটি অভিযোগ এরমধ্যে পাওয়া গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সত্যতা প্রমাণিত হলে অবশ্যই নির্বাচনী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাংশার কলিমহর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নৌকা প্রতীকে আব্দুল জলিল ম-ল, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে অ্যাডভোকেট মো. আক্কাছ আলী এবং স্বতন্ত্রপ্রার্থী বিপ্লব কুমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৭ মে এই ইউনিয়নের ৬ হাজার ৮ শত ৩৭ জন পুরুষ ভোটর ৬ হাজার ৭ শত ৭৭ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন