উপজেলার পোস্ট অফিসের পিছনে সরকারি ভিটির জমির ওপর স্থাপিত দুইটি কাঠের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের আংশিক পুড়ে গেছে। এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ভূক্তভোগী শাহ আলম ভান্ডারী ও পেয়ারু বেগম। জানা গেছে গতকাল বিকেলে রান্নার চুলার আগুনের সূত্রপাত হয়। উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু বকর সিদ্দিক জানান প্রায় একঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ব্যবসায়ী ইয়াসিন তালুকদারের ইন্তেকাল
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু’র ভগ্নিপতি ও উপজেলা সদরের বাসস্ট্যান্ডে তেল, গ্যাস ব্যবসায়ী ইয়াসিন তালুকদার (৫২) গত শুক্রবার মাগরিবের নামাজরত অবস্থায় মসজিদে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে রেখে যান। গতকাল শনিবার দুই দফা জানাজা শেষে কেউন্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন