লোকাল গর্ভনে›স সার্পোট প্রজেক্ট (এলজিএসপি) অর্থায়নে পাঁচ লাখ টাকা ব্যায়ে কাপ্তাই উপজেলাধীন ৫নং ইউপি পরিষদ কার্যালয়ে আধুনিক ডিজিটাল সেবা কেন্দ্রের নির্মাণ কাজ গতকাল বৃহস্পতিবার পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল। এসময় উপস্থিত ছিলেন, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংঙ্গা, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগ সহসভাপতি দীপ্তিময় তালুকদার, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত, সদস্য নুর হোসেন মামুন, ইউপি সচিব জামাল উদ্দিন, ইউপি সদস্য মায়ারাম মারমা, শ্যামল তংচঙ্গ্যা, থোয়াইজ মারমা, বিমল চন্দ্র তংচঙ্গ্যাসহ প্রমুখ। উক্ত সেবা কেন্দ্রে হল জন্ম-মৃত্যু সনদ, পার্সপোর্ট, কম্পিউটার সেবা, কৃষি তথ্য সেবা,চাকুরি,ও ইন্টানেটসেবাসহ বিভিন্ন ধরনের সেবা পাওয়া যাবে। দ্রুত নির্মাণ কাজ এগিয়ে চলছে। আগামি জানুয়ারিতে ২০১৯সালে এ সেবার নির্মাজ কাজ শেষ হবে এবং এলাকার সকলে এ সেবা নিতে পাড়বে বলে মনে করেন ইউপি চেয়ারম্যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন