কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
জেগেছে যুব জেগেছে দেশ লক্ষ্যে ২০৪১-এ উন্নত বাংলাদেশ। স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় টেকনোলজি এম পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের ভ্রাম্যমাণ ভ্যানে ৩০ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ হলরুমে ও ভ্রাম্যমাণ ভ্যানের দরজা খুলে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, বিশেষ অতিথি গোপালগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সৌরেন্দ্র নাথ সাহা (কাঞ্চন) সিনিয়র কৃষি কর্মকর্তা রথীন্দ্র নাথ বিশ্বাস ও সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন