শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ খাদ্য গুদামের জায়গা সংকুলান না হওয়ায় খোলা আকাশের নিচে রাখা হয়েছে শত শত মেট্রিক টন গম। সেই সাথে জায়গা না থাকায় বন্ধ রাখা হয়েছে গম সংগ্রহ অভিযান। অথচ খাদ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ৩১ মে’র মধ্যে সংগ্রহ করতে হবে ৪ হাজার ৪৩৯ মেট্রিক টন গম। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে শিবগঞ্জ খাদ্য গুদামের কর্মকর্তারা ও স্থানীয় কৃষকরা। কৃষক ও স্থানীয়দের অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গম সংগ্রহ অভিযান বন্ধ রয়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রান্তিক কৃষকরা। শিবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জান মোহাম্মদ জানান, শিবগঞ্জ খাদ্য গুদামের ধারণ ক্ষমতা রয়েছে এক হাজার মেট্রিক টন। এ পর্যন্ত গম সংগ্রহ করা হয়েছে ৭৬৯ টন। সেখানে মোট মজুদ রয়েছে ১ হাজার ৫৭৬ মেট্রিক টন। গুদামের মধ্যে জায়গা না থাকায় সংগ্রহ করা গম বাধ্য হয়ে রাখা হয়েছে খোলা আকাশের নিচে। এই গমগুলো যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগে মারাত্মকভাবে নষ্ট হতে পারে। নষ্ট হলে সরকার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, শিবগঞ্জে সংগ্রহকৃত গমগুলো রাজশাহী অঞ্চলে যে কোনো গুদামে রাখলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। সেই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে গম সংগ্রহ অভিযান সফল হবে। এ ব্যাপারে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ড. এস এম মুহসিনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ছাড়া মুঠোফোনে এসএমএস দেয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। এদিকে চাঁপাইনবাবগঞ্জ খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মহিবুল হকের সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন