গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জ পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের ডুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, উরফি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল গাজীর সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরাজিত চেয়ারম্যান মনির গাজীর সমর্থক বক্কর গাজী ও সোহেল গাজীর বাড়িতে হামলা চালায়। ওই সময় তাঁরা ওই দু’জনের বসতঘর ভাঙচুর করে। হামলাকারীরা একটি পিকআপ, একটি টেম্পো ও মোটরসাইকেল ভাঙচুর করে ও মনির গাজীর বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করে। গত সোমবার বিকালে সদর উপজেলার উরফি ইউনিয়নের ডুমদিয়া বাসস্ট্যান্ডে নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল গাজী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী মনির গাজীর সমর্থক শিপন গাজী ও বাবু গাজীর মধ্যে ইজিবাইকের ভাড়া দেয়া নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ২৫ জন আহত হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন