শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পীরগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোটার ও পীরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিমের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় পীরগঞ্জ থানা চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক আব্দুল আলিম রিপোর্টের কাজে থানায় গেলে সে সময় ফটো সাংবাদিক পরিচয়দানকারী শেখ সমশের আলী ওই সাংবাদিকের সাথে তর্ক শুরু করে। এক পর্যায়ে সমশের মোবাইল ফোনে সন্ত্রাসী জনৈক জাহিদকে ডেকে নেয়। পরে ওই সন্ত্রাসী এসে সাংবাদিক আব্দুল আলিমকে অন্যায়ভাবে বেধড়ক মারপিট শুরু করে। সে সময় থানার আশপাশের লোকজন ও পুলিশ এগিয়ে আসলে ওই সন্ত্রাসী চম্পট দেয়। এতে আব্দুল আলিম গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রত্যক্ষদর্শীরা তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বলেন, আর কত সাংবাদিক এভাবে নির্যাতিত হবে। আমরা সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের শাস্তি কামনা করছি। রোর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুর রহমান বলেন, সাংবাদিকের ওপর এভাবে হামলা করা ঠিক হয়নি। আমরা সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানায়, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে থানা চত্বরে এমন ঘটনা ঘটানোর জন্য ওই সন্ত্রাসীদের পুলিশ খুঁজছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন